
বর্তমান সময়ের নারীরা কোন অংশেই পিছিয়ে না কিন্তু তারা বারবার বৈষম্যের শিকার হচ্ছেন। দেশ, সরকারসহ স্থানীয় পর্যায়ে নারীদের যেমন মূল্যায়ন প্রয়োজন ঠিক তেমনি জলবায়ু সহনশীল উন্নয়নে নারীদের সমানভাবে মূল্যায়ন প্রয়োজন।
স্থানীয়ভাবে পরিচালিত জলবায়ু সহনশীল উন্নয়ন মডেল "অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও মেয়েদের উন্নয়ন" এর মাধ্যমে লিঙ্গ সংবেদনশীল কার্যকর জলবায়ু শাসন প্রতিষ্ঠা জন্য সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৩ জানুয়ারি) ঢাকার উত্তর সিটি কর্পোরেশন, ওয়ার্ড নং ৩২, জোন-৫, মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড় এলাকায় "অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন" শীর্ষক রেলি ও আলোচনা সভা।
রুমি সুলতানা পুষ্পর নেতৃত্বে এই প্রোগ্রামটি আয়োজন করেন প্রতিবন্ধী কল্যাণ সমিতি (DWS) অর্থাৎ ডিজেবল্ট ওয়েলফেয়ার সোসাইটি (DWS) এবং সহযোগিতায় ছিল উপকূলীয় উন্নয়ন অংশীদারিত্ব (CDP)।
উপকূলীয় উন্নয়ন অংশীদারিত্ব (CDP) এর ক্যাম্পেইন কো-অর্ডিনেটর রুমি সুলতানা পুষ্প তার মূল বক্তব্যে বলেন, পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্রের নারীর চলাচল অবাধ হোক এবং নারীরা স্বাধীনভাবে চলাচলের সুযোগ পাক। আমরা নারী অধিকারের কথা বলছি কিন্তু নারীদের অধিকার সবচেয়ে বেশি খর্ব করা হয়। অবহেলিত এই সমাজ ব্যবস্থায় নারীরা রাস্তায় বের হতে পারে না। ঘরে কাজ করতে গেলেও সেখানে তারা হচ্ছে নির্যাতিত, নিগৃহীত এবং ধর্ষণসহ হত্যার শিকার হচ্ছে।
আজকে যে সমাজ নারীদেরকে অবহেলা করছে এই নরীরা যেন আর কোন ভাবেই নির্যাতনের শিকার না হয়। সকল নারীরা যেন সম্মানের সাথে বেঁচে থাকতে পারে। প্রশাসন থেকে শুরু করে এই সমাজের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আজ যে নারীকে আপনারা অবহেলা ও অপমান নির্যাতিত করছেন তারা আপনার বোন হতে পারে, আপনার কন্যা সন্তান হতে পারে, আপনার মা হতে পারে। তাই নারীদের প্রতি আপনারা সম্মান দেখান, সবাই এগিয়ে আসুন। এই নারীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আর আজকে আমাদের সমাজের দিকে তাকালে যেটা আমরা দেখতে পারছি তা হল আট বছরের শিশু থেকে তিন বছরের শিশু পর্যন্ত আজ আত্মীয় দ্বারা, বাবার দ্বারা ধর্ষিত হচ্ছে। শুধু শিশুসন্তান না এখানেও যারা অ্যাডাল্ট আছেন তারাও ধর্ষিত হচ্ছে। মুখ খুলছেন না কিন্তু দেখা যাচ্ছে যে এই মানুষগুলো লোক লজ্জার ভয়ে মুখ খুলতে পারছে না।
এই সমাজের একটি বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা। এই বৈষম্য হীন সমাজ ব্যবস্থা থেকে সকল নারী মুক্তি পাক। একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠুক যেখানে নারী নির্যাতিত হবে না, অপমানিত হবে না। যে সকল নারী প্রতিষ্ঠানে কাজ করছেন তারা যেন মর্যাদার সাথে বেঁচে থাকতে পারে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। নারী শুধু একজন নারী না, নারীরাও সমাজের একজন মানুষের হিসাবে বেঁচে থাকতে পারে এই সমাজে।
নারীরা পরিচালিত করছে এই সমাজকে কিন্তু মূল্য পাচ্ছেন না। তাই আসুন আমরা সকলে মিলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করি যেখানে সকল মানুষ নারী-পুরুষ সকলেই সুন্দরভাবে একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত মধ্যে দিয়ে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে পারব। আমি ধন্যবাদ জানাই উপস্থিত সকলকে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর