
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা এলাকায় সম্প্রতি কিশোর গ্যাং এর আনাগোনা বেড়েছে, বিভিন্ন সময় তারা তাদের অস্তিত্ব জানান দিতে মহড়াসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছে, এক সময় তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত ছিল এখন আবার ভৈল পাল্টে কিশোর অপরাধে লিপ্ত হয়েছে।
বৃহস্পতিবার রাতে বৃত্তিডাঙ্গা আদিবাসী পাড়ায় ঢুকে জীবন সরকার নামের এক কিশোরকে মারধর করেছে, জীবন সরকার পাংশা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। জীবন ওই এলাকার বাবলু সরকার অরফে গুলোর ছেলে। চিকিৎসাধীন জীবন সরকার সাংবাদিকদের বলেন- রাতের আধারে আমার ঘর থেকে ডেকে আমাকে মারধর করেছে আমি বা আমার পরিবারের সাথে তাদের কোন গোলমাল নেই কেন আমাকে তারা মারধর করল জানি না।
কারা এমন মারধর করেছে এমন প্রশ্নে জীবন ও তার বাবা গুলো বলেন- বৃত্তিডাঙ্গা গ্রামের কাওছারের ছেলে রনি, কালামের ছেলে আকরাম, রাহিম, নিকবারের ছেলে নয়ন, আকবার আলী শেখের ছেলে রহমতসহ ১০/১২ জন এ হামলায় জড়িত। আমরা নিরীহ আদিবাসী আমাদের উপর এমন হামলা করলে আমরা কোথায় যাব আমরা ছোট জাত হওয়ায় আমাদের উপর এমন নির্যাতন আমরা কোথায় বিচার পাব।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন আহম্মেদ বলেন- বিষয়টি শুনেছি হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়েছি, তবে কেউ এখনও লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর