
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন "যত বেশি সাংবাদিক থাকবে তত বেশি সচ্ছতা থাকবে"।
আজ শুক্রবার (১৪ মার্চ) সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত জেলার সাংবাদিকদের জন্য সংবাদ প্রতিবেদন ও টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, “শুধু সফলতা নয় সাংবাদিকদের মর্যাদাবানও হতে হবে। একজন সাংবাদিক যদি সৎ ও নিষ্ঠাবান হয় তাহলে একদিন সেই সাংবাদিক সফলতার পাশাপাশি মর্যাদাবান ব্যক্তিত্বের উপাধি পাবেন। পাশাপাশি সচ্ছল থাকবে সমাজ”।
মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এসময় ৩ দিন ব্যাপী ৭০ জন প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যালেন ২৪ এর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান, সাংবাদিক ফারুক মল্লিকসহ জেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর