
গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামের ইফতার মাহফিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে কালীগঞ্জ উপজেলা জামাতের ইসলামী।
শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা বিক্ষোভ মিছিল করে জমায়াত। গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য খায়রুল হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক থেকে শুরু হয়ে কালিগঞ্জ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যাংকের মোড় এলাকার খোদেজা কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে খায়রুল হাসান বলেন, ইফতার মাহফিল একটি মুসলমানদের ধর্মীয় আবেগ অনুভূতির জায়গা। এমন জায়গায় যারা আঘাত করেছে নি:সন্দেহে তারা নিন্দনীয়, ক্ষমার অনুপযোগী অপরাধ করেছে।
তিনি আরো বলেন, আমরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থার সদস্যদের বলতে চাই অতি শীঘ্র তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাঁড় করান।
বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমির আফতাব উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা আমিনুল এহসানসহ জামায়েতি ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামী উপজেলার বাহাদুরসাদীর খলাপাড়া এলাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করে। পরবর্তীতে বিএনপি'র কর্মীরা সেই ইফতার মাহফিলে বাঁধা দেয়। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জামায়াতের ১০ জন কর্মী আহত হয়।
এদের মধ্যে ২জন গুরুতর আহত হলে তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর