
নাটোরের গুরুদাসপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলামের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় গর্ভবতী ছাগল হত্যার অভিযোগে করা হয়েছে।
অভিযোগে প্রতিকার না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নান্নু ফকির। শুক্রবার (১৪ মার্চ) বিকালে ৪টার দিকে উপজেলার চলনবিল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী নান্নু ফকির (৩৫)।
তিনি গুরুদাসপুর পৌরশহরের বাজারপাড়া মহল্লার রাজা ফকিরের ছেলে। আর অভিযুক্ত জাহিদুল ইসলাম মধ্যমপাড়া মহল্লার মৃত আব্দুল হাকিম সরকারের ছেলে।
সংবাদ সম্মেলন ও অভিযোগসুত্রে জানাগেছে, ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন আওয়ামীলীগ প্রার্থী জাহিদুল ইসলাম। ওই নির্বাচন ঘিরে ৪ মার্চ মোটরসাইকেল শোভাযাত্রা করেন তিনি।
এসময় চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার চাকারমোড়ে মোটরসাইকেল চাকায় পিষ্ঠ হয়ে গর্ভবতী ছাগলটি মারা যায়। ঘটনায় অভিযুক্ত জাহিদুল ইসলাম ছাগলের ক্ষতিপূরণ হিসাবে ৩০ হাজার টাকা দেবার প্রতিশ্রুতি দিলেও দলীয় প্রভাবে তা পরিশোধ করেন নি বলে দাবি করেন ভুক্তভোগী নান্নু ফকির।
ঘটনার ৬ বছর পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দেন নান্নু ফকির। এতেও প্রতিকার না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন বলেও দাবি করেন ভুক্তভোগী।
এ ঘটনায় অভিযুক্ত জাহিদুল ইসলাম বলেন, ছাগল হত্যার অভিযোগটি তার অজানা। বিষয়টিতার নজরে এলে তাৎক্ষণিক মিটিয়ে ফেলা হতো।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন অভিযোগ প্রাপ্তির বিষয়ে জানান, গরিব মানুষের অবলম্বন ছাগল মারার বিষয়টি মিটিয়ে নিলে থানা পর্যন্ত গড়াতো না।
মো. আখলাকুজ্জামান
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর