
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে খাগড়াছড়ির লক্ষীছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা উপজেলার মগাইছড়ি বাজারে ইহসানুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বাজার কেন্দ্রেীয় জামে মসজিদ মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার সংলগ্ন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের লক্ষীছড়ি উপজেলা শাখার সভাপতি ও মগাইছড়ি বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম ফারুকী, ইউপি সদস্য ও ইহসানুল উম্মাহ ফাউন্ডেশনের উপদেষ্টা দেলোয়ার ফরাজী, ইহসানুল উম্মাহ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক মাওলানা হাসান জামিল, অর্থ সম্পাদক মাওলানা মিজানুর রহমান বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে নৈতিক অবক্ষয় বেড়ে গিয়েছে। বাড়ছে নারী ও শিশু নির্যাতন ও নিপীড়নের একাধিক ঘটনা।
এসময় নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর