
উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা আতহার আলী (রহ:) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের তাওহীদী জনতা।
শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর জেলা শহরের ঐতিহাসিক শহিদি মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু হয়। পরে মিছিল শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। 'সর্বস্তরের তাওহিদি জনতা'র ব্যানারে এই মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, সম্প্রতি অ্যাডভোকেট ফজলুর রহমান এক টেলিভিশনের টকশোতে কিশোরগঞ্জের কওমি মাদ্রাসা আল জামিয়াতুল ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা আতহার আলী (রহ:)কে উদ্দেশ্য করে অশোভন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এছাড়াও তিনি অন্য আলেম-ওলামাদের নিয়েও অসংগতিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন।
বিক্ষোভ মিছিল থেকে আল্লামা আতহার আলীকে নিয়ে ফজলুর রহমানের করা অশোভন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় তারা অবিলম্বে ফজলুর রহমানকে শাস্তির আওতায় আনারও দাবি জানায়।
মিছিলে স্লোগান ছিল- 'কাউয়া গেছে যেই পথে, ফজলু যাবে সেই পথে', 'ফজলু তুমি কুয়ার ব্যাঙ নাচতে গেলে ভাঙবে ঠ্যাং', ফ্যাসিবাদের মুখের বুলি, বাংলাদেশে চলবে না' ইত্যাদি। এসময় তারা ফজলুর রহমানের বিরুদ্ধে ছাপানো বিভিন্ন ধরনের ফ্যাস্টুনও বহন করে।
বিক্ষোভ শেষে সমাবেশে বক্তৃতায় আলেম-ওলামাদের পক্ষ থেকে ফজলুর রহমানকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে মাওলানা মাযহার শাহ, মাওলানা আনযার শাহ, মুফতি রহমতুল্লাহ, মাওলানা সিরাজুল হুদা, মাওলানা নাজিমুদ্দিন, হাফেজ ইকরাম হোসেন, মাওলানা আশরাফ আলী সোহান, মাওলানা অভি চৌধুরী, মাওলানা মাসুদুল হাসানসহ সহস্রাধিক আলেম-ওলামা ও তাওহীদী জনতা অংশ নেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর