
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উন্নত মম শির'র উদ্যোগে ১৩ই রমজানে গণ-ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে গণ-ইফতার অনুষ্ঠিত হয়। এ গণ-ইফতারে প্রায় ১২০০ এর অধিক শিক্ষক ও ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
গণ-ইফতারে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ইঞ্জি.. ড. মো. আমজাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, আইসিটি সেলের পরিচালক ড. মো. ফরহাদ বুলবুল সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ "দ্যা সায়েন্স অব ফাস্টিং: ইনসাইট ফরম সুন্নাহ এন্ড মডার্ন মেডিসিন" এর উপর আলোচনা করেন।
ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ রুহুল আমিন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর