
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জালালাবাদ ছাত্র কল্যাণ পরিষদের আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শামছুল উদ্দিন লিমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদা সিদ্দিকা।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাকৃবির করিম ভবনে আয়োজিত এক ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানে সংগঠনটির নতুন ওই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি অনুপম দাস এবং সঞ্চালনা করেছেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও পশুবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক হাসান মোহাম্মদ মোর্শেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির আরেক উপদেষ্টা ও কৃষি রসায়ন বিভাগের প্রভাষক ফাল্গুনী দাশ।
এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অভ্রস্নাত দাস, অর্পা চক্রবর্তী ও সজীব দাস; যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াল আহমদ, দেবশ্রী দত্ত রাত্রি ও পুষ্পিতা ভট্টাচার্য; সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুইটি দেবনাথ, মোঃ মহিবুর রহমান, সুমন চক্রবর্তী, তাসফিয়া জাহীন, ইউনুস বিন হোসেন, অর্পিতা চৌধুরী; দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সামিন ইয়াসার; উপদপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন পরাগ রায়, শামীমা ইয়াসমিন এবং রুহেল আহমেদ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর