
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইতিহাসে প্রথমবারের মতো গণ-ইফতারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রশংসায় পঞ্চমুখ 'উন্নত মম শির'।
শুক্রবার (১৪ মার্চ) যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে প্রায় দেড় হাজারের অধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ গণ ইফতার আয়োজন করে উন্নত মম শির। ইফতার পরবর্তীতে যবিপ্রবির নামে বিভিন্ন ফেসবুক গ্রুপ, শিক্ষক-শিক্ষার্থীদের টাইমলাইনে প্রশংসায় ভাসছে উন্নত মম শির।
জানা যায়, যবিপ্রবিতে এবারই প্রথম গণ-ইফতারের আয়োজন হয়।
যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন ইঞ্জি. ড. মোঃ আমজাদ হোসেন তাঁর ফেসবুক টাইমলাইনে লিখেন, আলহামদুলিল্লাহ, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম উন্নত মম শির, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক বড় গণ ইফতারের আয়োজন করল। উন্নত মম শিরের সকলকে অনেক অনেক আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। অনেক সুন্দর এবং বড় গণ-ইফতারের প্রোগ্রাম হয়েছে। মহান আল্লাহ তালা তোমাদের এই ভালো উদ্যোগ এবং সেবা মূলক কাজকে কবুল করে নিন।
জুয়েল রানা নামে এক শিক্ষার্থী উন্নত মম শিরের পেইজে এক কমেন্টে বলেন, যবিপ্রবির মত জায়গায় যে গণ-ইফতার করবো কখনও সেটা ভাবিনি এক বারে ক্যাম্পাস লাইফের শেষে এসে যদিও পেয়েছি সব কিছুর জন্য ধন্যবাদ উন্নত মম শির, যবিপ্রবি কে। অবিরাম ভালোবাসা এগিয়ে যাবে নিজের গতিতে এবং সাধারণ মানুষের সংগঠন হবে এই কামনা করি।
আইসিটি সেলের পরিচালক ড. মোঃ ফরহাদ বুলবুল উন্নত মম শিরের পেইজের কমেন্টে লিখেন, উন্নত মম শির একটি বিপ্লব, একটি সংস্কৃতি শুরু করেছে এবং একটি দৃষ্টান্ত স্থাপন করেছে । আমরা সাক্ষী হলাম সেই দৃষ্টান্তমূলক কাজের, আর সাক্ষী হলাম এক বিপ্লবের, আর সাক্ষী হলাম এক নতুন সংস্কৃতির। দোয়া রইলো সকলের জন্য। সামনের দিনগুলো এমন সুন্দর কাজে পূর্ণ থাকুক!
মাইক্রোবায়োলজি বিভাগের রাফসন জেনি রাফাদ লিখেন, আলহামদুলিল্লাহ সুন্দর উদ্যোগ। যবিপ্রবিতে গণ ইফতার হবে চিন্তাও করিনি, আল্লাহ কবুল করুক তোমাদের উদ্যোগ, প্রচেষ্টা সবকিছুকেই..।
হোসাইন আল আরমান নামে আরেক শিক্ষার্থী তার ফেসবুক প্রোফাইলে লিখেন, অনেক করে চাইতাম অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির মতো আমাদের বিশ্ববিদ্যালয়েও গণ ইফতার এর আয়োজন হোক।আমার এই চাওয়ার পূর্ণতা ঘটিয়েছে টিম উন্নত মম শির। স্যালুট উন্নত মম শির, যবিপ্রবি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর