
ঢাকার স্পেশাল জজ আদালত-১০-এর বিচারক মো. রেজাউল করিমের জুতা চুরির ঘটনায় সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) জোহরের নামাজের পর ঢাকা জজ কোর্ট জামে মসজিদে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিচারক মো. রেজাউল করিম প্রতিদিনের মতো জোহরের নামাজ পড়তে যান জজ কোর্টের মসজিদে। নামাজ শেষে তিনি দেখেন, তার ১ হাজার ৮৫০ টাকা মূল্যের কালো চামড়ার জুতাজোড়া সেখানে নেই।
খোঁজাখুঁজির পর মসজিদের ভেতরেই মো. সুমন নামে এক ব্যক্তিকে সন্দেহ করে আটক করেন মুসল্লিরা। তার হাতে থাকা পলিথিন ব্যাগে বিচারকের চুরি হওয়া জুতাজোড়া পাওয়া যায়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ ঘটনায় বিচারকের স্টেনোগ্রাফার রাসেল মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পুলিশ গ্রেপ্তারকৃত সুমনকে আদালতে পাঠিয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন শিকদার বলেন, ‘১ হাজার ৮৫০ টাকা মূল্যের চামড়ার জুতা চুরির অভিযোগে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।’
এ ঘটনায় আদালতপাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর