
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে আসা এক রোহিঙ্গা পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক ইফতারের আগে জমায়েতে যোগ দিতে আসা কমিউনিটির একজন সদস্য নিহত হন।
বার্তায় আরও বলা হয়, এই গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে নিরাপদে রাখার জন্য কর্তৃপক্ষের অসাধারণ প্রচেষ্টা সত্ত্বেও এই দুর্ঘটনাটি ঘটেছে, যা উপস্থিত সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো।
রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য নেয়ামত উল্লাহের মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে ক্যাম্প কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালে ৪৩ বছর বয়সী নেয়ামত উল্লাহসহ পাঁচজন আহত হলে দ্রুত তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়নাতদন্ত করা হবে।
ক্যাম্প কর্মকর্তারা আরও জানিয়েছেন, আহত চার রোহিঙ্গার মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিদের অবস্থাও স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত।
প্রসঙ্গত, শুক্রবার (১৪ মার্চ) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টার সঙ্গে এক লাখ রোহিঙ্গা অনুষ্ঠানে যোগ দেন এবং ইফতার করেন বলে ধারণা করা হচ্ছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর