
বেনাপোলের কাগমারী গ্রামের সুমন নামে এক প্রবাসীকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার পেটের বাম সাইডে ও পিঠে একাধিক স্থানে জখম হয়েছে। তাৎক্ষণিক তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন ওই গ্রামের বাবুর ছেলে। যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তার নামও সুমন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টার পরে।
আহত সুমনের চাচি নুর জাহান জানান, আহত সুমন দীর্ঘদিন ধরে লিবিয়ায় ছিলেন। গত ছয় মাস আগে তিনি দেশে এসেছেন।
এদিকে, পার্শ্ববর্তী গয়ড়া গ্রামের শুকুর আলীর ছেলে সুমন সম্প্রতি তাদের বাড়ির একটি টিভি চুরি করে। এলাকাবাসী বিষয়টি নিয়ে সালিশি বৈঠক করেন। যা নিয়ে ক্ষিপ্ত হন অভিযুক্ত সুমন। তার জেরে শুক্রবার রাত সাড়ে আটটায় অভিযুক্ত সুমন প্রবাসী সুমনকে একা পেয়ে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। পরে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্ত সুমন পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে পুলিশের একটি টিম ভিকটিম পরিবারের সাথে কথা বলেছে। এর নেপথ্যের কারণ খুঁজতে মাঠে রয়েছে পুলিশ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর