
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ করে অভিযুক্তের বাড়ি ঘর ভাঙচুর করেছে। শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলার ভাতগাও ইউনিয়নের জহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি স্থানীয়রা জানতে পেরে রাতে অভিযুক্ত সাবুল মিয়ার (৩৫) বাড়ি ঘর ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযুক্ত সাবুল কে আটক করে।
ছাতক থানা পুলিশ জানায়,শুক্রবার সকালে জহিরপুর গ্রামের মাদ্রাসা যাওয়ার ঐ ছাত্রী। সাবুল মিয়া ঐ ভবনের দ্বিতীয় তলায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় সাবুল মিয়া। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় ঐ যুবক। এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় যুব সমাজ ক্ষুব্ধ হয়ে রাতে অভিযুক্ত সাবুল মিয়ার বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ভুক্তভোগীর পরিবারকে লিখিত অভিযোগ দায়েরের জন্য থানায় পাঠানো হয়।
ছাতক থানার এস আই কামাল মিয়া জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এই ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর আকন্দ জানান,অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত সাবুল মিয়াকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর