
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় তারাবি নামাজ আদায় করে বাসায় ফেরার সময় মো. মাহরুফ (১০) নামের ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে সুমন সিকদারের বিরুদ্ধে। সোমবার রাত ১০ টার দিকে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা গ্রামের ৭নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। শিক্ষার্থী মাহরুফ গুরুতর আহত হয়ে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মাহরুফের সাথে এমন ঘটনায় পুরো এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
শনিবার সকালে মামলার প্রস্তুতি চলছে বলে মাহরুফের মা আছমা বেগম জানিয়েছেন। শিক্ষার্থী মাহরুফ উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আল আমিনের ছেলে এবং মধ্যে চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। অভিযুক্ত সুমন সিকদার একই এলাকার সোবহান সিকদারের ছেলে।
মাহরুফের মা আছমা বেগম জানান, মাহরুফ মধ্যে চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। সুমনের সাথে তাদের কোন বিরোধ নাই। সুমন সব সময় মাদকাসক্ত থাকে। ঘটনার দিন সোমবার তার ছেলে মাহরুফ রাত ১০ টায় তারাবি নামাজ শেষ করে বাসায় আসার পথে সুমন সিকদার তার ছেলে মাহরুফকে একা পেয়ে কয়েক দফায় মারধর করে। পরে হত্যা করার জন্য তার গলা চেপে ধরে একটি গাছের সাথে তার মাথায় আঘাত করে। এসময় স্থানীয়দের দেখে সুমন সিকদার পালিয়ে যায়। পরে মাহরুফের সমবয়সি রাহাত ও দিন ইসলাম তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। মাহরুফের অবস্থা আশঙ্কাজনক দেখে তার পরিবারের লোকজন মঙ্গলবার সকালে চরফ্যাশন হাসাপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত সুমন সিকদারকে একাধিকবার ফোন করলেও তার বক্তব্য জানা যায়নি।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, ওই শিক্ষার্থীর পরিবার কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর