
নাটোরের বড়াইগ্রামে ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুশিন্দা এলাকায়।
পুলিশ জানায়, প্রতিবেশী যুবক মনির হোসেন সরকার মোবাইল ফোনে কিশোরীকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তাকে পাশের আম বাগানে নিয়ে কামরুল ইসলাম নামে আরেক যুবক ধর্ষণ করে। কিশোরীর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে আম বাগানে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মনির হোসেন সরকার, কামরুল ইসলাম ও মাহফুজ নামে তিনজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে মাহফুজকে ছেড়ে দেয়া হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, ভুক্তভোগী কিশোরী বর্তমানে থানায় রয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করছে। এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর