
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, শুধু সংস্কার সংস্কার বলছেন, অথচ সাত মাসেও কোন সংস্কার হয়নি। এখন আল্লাহর ওয়াস্তে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে ভালো ভালোই নির্বাচন দিয়ে মানে মানে কেটে পড়েন। কারণ আমরা দেশে বিশৃঙ্খলা চাইনা। শনিবার দুপুরে শহরের ভাসানী মিলনায়তন আয়োজিত সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তিনদিন আগে ড. ইউনুস বলেছেন পরাজিত ফ্যাসিবাদ নিজেদের টাকা পয়সা খরচ করে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। অথচ আমরা এই কথা অনেক আগেই বলেছি। অতএব সময় দিয়েন না। তিনি বলেন, সাত মাস হয়ে গেলো এখন পর্যন্ত গণহত্যাকারী শেখ হাসিনার একটি মামলাও বিচার হলো না। সাত মাস শুধু সংস্কার বলছেন, অথচ তারেক রহমানের সংস্কারের ৩১ দফার কথা একবারও দেখলেন না। দেশ চালাবেন রাজনীতিবিদরা। রাজনীতিদের সাথে কথা বলেন না। অত সহজ নয়। দেশের স্বার্থে দ্রুত নির্বাচন দিন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ত্যাগীদের নিয়ে কমিটি গঠন করা হবে। কমিটির সাথে এমপি মনোনয়নের সম্পর্ক নেই। এমপি মনোনয়ন দিবেন তারেক রহমান-বেগম খালেদা জিয়া। তাই কেউ পকেট কমিটির কথা ভাববেন না। ত্যাগীরাই কমিটিতে মূল্যায়িত হবে। সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপির রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর