
শিশু আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে মহিলা দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার স্টিল ব্রিজ সংলগ্ন সিএনবি রাস্তার উপর শিশু আছিয়া ধর্ষকের ফাঁসির দাবিতে মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি সদস্য ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভাপতি হ্যাাপি আক্তার, উপজেলা মহিলা দলের সম্মপাদিক ছাবিনা ইয়াসমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি ফারুক হোসেন সামাদ, থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবজাল হোসেন জোমাদ্দার, থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক এফ এম শামীম আহসান, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল ফকির, থানা শ্রমীক দলের সভাপতি মাসুদ খান চুন্নু, প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর