
টাঙ্গাইলের নাগরপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন মেইন রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে শিক্ষার্থী মো. রবিউল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নির্ঝর আহমেদ, নাসিমা নওশিন, সরকারি সা'দত কলেজ টাঙ্গাইল, মো. রিফাত মিয়া নাগরপূর সরকারি কলেজ প্রমুখ।
এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, শামিম আহমেদ, শুভ সরকার, জাতীয় নাগরিক কমিটির নাগরপুর উপজেলার প্রতিনিধি সরদার আশরাফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম-আহবায়ক ফাহাদ আহমেদ, যুগ্ম- সদস্য সচিব জনি মিয়া।
এছাড়াও উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নাগরপুর মহিলা কলেজ, নাগরপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর