
কুমিল্লার সীমান্ত এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আসা ৬ হাজার ৭শ ৭০ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন-১০ অধিনায়ক লে. কর্নেল এএম জাহিদ পারভেজ শনিবার (১৫ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে বিজিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিজিবির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এ সময় কুমিল্লা- বুড়িচং -মীরপুর সড়কের পালপাড়া নামক স্থানে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ৭ শ ৭০ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল উদ্ধার করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য- প্রায় ৩০ লাখ ৪৬ হাজার ৫ শ টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
অধিনায়ক লে. কর্নেল এএম জাহিদ পারভেজ বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দেশের সীমান্ত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্বের সাথে আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর