
সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জেরে শাহীন খান নামের এক সাংবাদিককে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ওই সাংবাদিকের বাবা আব্দুল বারিক খান। শনিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক শাহীন খান উপজেলার হাজীপুর গ্রামের আব্দুল বারিক খানের ছেলে ও রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামে নিজের অগভীর নলকূপের পাশে দাঁড়িয়ে ছিলেন শাহীন খান। একপর্যায়ে পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী শ্যামগোপ গ্রামের শাহ পরান (২৫), রফিকুল ইসলাম (৪০), সজিব হোসেন (২০) ও শের আলীসহ (৪৩) ৮-১০ জন লাঠিসোঁটা নিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। পরে পকেটে থাকা দুই হাজার ৮৫০ টাকা ছিনিয়ে নিয়ে নলকূপ ভেঙে ফেলে চলে যান তারা।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহীন খানকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। এ ঘটনায় যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় ওই সাংবাদিকের বাবা অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর