
জামালপুরের সরিষাবাড়ীতে ৯ ও ১০ বছরের দুই শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১৫ মার্চ) রাতে অভিযুক্ত বজলুর রহমানকে (৩০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের একটি মাদরাসায় ৯ ও ১০ বছরের দুই শিশুকে নিয়মিত বলাৎকার করে শিক্ষক বজলুর রহমান। এ ঘটনায় ১০ বছরের শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
শনিবার সন্ধ্যায় স্থানীয়রা মাদরাসা ঘেরাও করে প্রায় তিন ঘণ্টা শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে অস্বাভাবিক অবস্থা বিরাজ করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১০ বছরের শিশুর মা জানান, তার ছেলেকে দুই মাস ধরে বলাৎকার করে আসছিল ওই শিক্ষক। সম্প্রতি ছেলেটির পায়ুপথে রক্তপাত শুরু হলে ঘটনাটি বাবা-মাকে জানায়।
৯ বছরের শিশুর মা জানান, তার ছেলেকে চার মাস ধরে বিভিন্ন সময় ওই শিক্ষক বলাৎকার করে আসছিল।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন মুঠোফোনে জানান, রাতেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। একজন নির্যাতিত শিশুর পরিবারও থানায় এসেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর