
টাঙ্গাইলের মির্জাপুরে ১০ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি ফিরোজ মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় দুইজনকে গ্রেপ্তার করলো পুলিশ।
রবিবার (১৬ মার্চ) রাত ১টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন। গ্রেপ্তারের পর ব্যাপক গোপনীয়তা অবলম্বন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে (১০) ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার এক সপ্তাহ পর স্থানীয় আব্দুল মালেক, বাবুল ও ফাজুসহ কয়েকজন গ্রাম্য মাতাব্বর এই ঘটনা ধামাচাপা দিতে সালিশ করে। সালিশে ধর্ষককে দেড় লাখ জরিমানা করা হয়।
এ ঘটনার ১৯ দিন পর গত ৮ মার্চ শিশুটির মা ৫ জনের নাম উল্লেখ করে আরও ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ রাহাদুজ্জামান আকন্দ বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করে আমরা ৫ দিনের রিমান্ড আবেদন করবো। বাকি আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর