
গাজীপুরের সালনায় ছিনতাইকারী চক্রের একজন সদস্যকে আটক করেছে সালনা হাইওয়ে থানা পুলিশ।
রবিবার (১৬ মার্চ) রাত সোয়া ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত হলো ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বালিয়া এলাকার আলমগীর (২৭)।
ভুক্তভোগী অটোচালক জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে ছিনতাইকারীরা ছুরিসহ অটোচালকের গতিরোধ করার চেষ্টা করে পরবর্তীতে অটোচালক ঘটনাটি বুঝতে পেরে কৌশলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ভবানীপুর মোড়ে আসে। ভবানীপুর মোড়ে এসে হাইওয়ে পুলিশকে ( সালনা হাইওয়ে থানা মোবাইল-৭) এ ঘটনাটি খুলে বলেন।
সালনা হাইওয়ে পুলিশ স্থানীয় লোকজনসহ যাত্রীবেশে রিপ্লেটিং বেস্ট খুলে অটোতে করে ছিনতাইকারীর পিছনে ধাওয়া করে, ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী মহাসড়কের পাশে জঙ্গলে লাফ দেয়। হাইওয়ে পুলিশ এবং স্থানীয় জনগণ তার পিছে ধাওয়া করে একপর্যায়ে উক্ত ছিনতাইকারীকে আটক আটক করা হয়।
সালনা হাইওয়ে থানার ওসি সালেহ জানান, ভুক্তভোগী অটোচালকের কথা শোনার পর পুলিশ ছিনতাই কারীকে ধাওয়া করলে এক পর্যায়ে জঙ্গলে লাফ দেয়, স্থানীয় লোকজনসহ একজনকে আটক করি, পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায় এই চক্রের আরেকজন ছিল সে কৌশলে পালিয়ে যায়, আটককৃত ছিনতাই কারীকে জয়দেবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করি।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, মহাসড়কে ছিনতাই চেষ্টা কালে সালনা হাইওয়ে থানা পুলিশ একজন কে আটক করে, আমাদের কাছে হস্তান্তর করেন, ছিনতাইকারী বিরুদ্ধে ইতিপূর্বে মামলা রয়েছে, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর