
কুমিল্লায় বিল্লাল হোসেন (৩৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ মার্চ) রাতে তাকে জবাই করে হত্যার পর রাস্তার পাশে একটি গ্যারেজের সামনে ফেলে পালিয়ে যায়।
বিল্লাল হোসেন (৩৫) জেলার হোমনা উপজেলা ঘাড়মোড়া ইউনিয়নের বড়ঘাড়মোড়া গ্রামের মো. জামান মিয়ার ছেলে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাবেদউল ইসলাম।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ৭ টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে পুলিশ দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।
হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাবেদউল ইসলাম বলেন, এ হত্যাকান্ডের কারণ জানতে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
হত্যার পেছনে কোনো পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ, মাদক বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর