
গাজীপুরের কালিয়াকৈরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
আটককৃত ওই বৃদ্ধর নাম মহর আলী (৬০)। সে সুরিচালা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় ওই শিশুকে চকলেট কিনে দেয়ার কথা বলে পাশের একটি নির্জন এলাকায় নিয়ে যায় ওই বৃদ্ধ। এ সময় ওই শিশুকে ধর্ষণ করতে গেলে লোকজন দেখে ফেলে।
পরে স্থানীয়রা ওই বৃদ্ধকে আটক করে মৌচাক পুলিশ ফাড়িতে খবর দেয়। পুলিশ ওই বৃদ্ধ কে আটক করে কালিয়াকৈর থানা নিয়ে আসে।
ধর্ষণ চেষ্টা সময় বৃদ্ধকে হাতেনাতে ধরার ভিডিও আজ রবিবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
উক্ত ভিডিওতে দেখা যায় এক বৃদ্ধ ছোট্ট একটি শিশুকে বাঁশ ঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা অর্থাৎ প্রস্তুতিকালে এলাকার লোকজন মোবাইল দিয়ে ভিডিও করতে করতে তার কাছে গেলে সে ছোট্ট শিশু মেয়েটিকে উঠিয়ে দেয় এবং লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ধর্ষণের অভিযোগে মহর আলী নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ধর্ষণে চেষ্টায় একটি মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর