
ব্রহ্মপুত্র নদ থেকে আরিফুল ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। রোববার (১৬ মার্চ) মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান।
এ ঘটনায় নিহতের বড় ভাই আনায়ার হাসেন বাদি হয় ৬/৭ জনকে আসামি কর রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর আগে, সকাল ১০টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনার চর এলাকার ব্রহ্মপুত্র নদের কিনার থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের ধনারচর এলাকার সুরুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নদের কিনারের বেঁধে রাখা একটি ডিঙি নৌকায় নিহতের মরদেহ দেখতে পায় নিহতের ভাই। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন আছে, ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
রৌমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওই হত্যার ঘটনা প্রসঙ্গ সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মামিনুল ইসলাম বলেন, কী কারণে খুন হয়েছে সেটা তদন্ত করে আসল ঘটনা উদ্ঘাটন করে আপনাদের জানানো হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর