
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৬ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. মফিজ উদ্দীন বলেন, তাহসিন হত্যা মামলায় সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রোববার (১৬ মার্চ) তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানিয়েছে, ওই সময় ছোট সাজ্জাদ রাজধানীর বসুন্ধরা সিটিতে ঈদের শপিং করছিলেন! সঙ্গে আরো কয়েকজন সহযোগী থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন তারা।
চলতি বছর ২৮ জানুয়ারি রাতে ফেসবুক লাইভে এসে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেন এ সন্ত্রাসী। ফেসবুক লাইভে সাজ্জাদ বলেন ‘তোর (ওসি) যদি শাস্তি না হয়, আমি তোকে কুত্তার মতো পেটাবো। অক্সিজেন থেকে বায়েজিদ পর্যন্ত কুত্তার মতো ন্যাংটা করে পেটাবো। কোর্টের রায় আসা পর্যন্ত তোরা টিকে থাকবি।
যেখানেই থাকস আমি পিটাবো। প্রয়োজনে আমি মরে যাবো, তোদেরকে মেরে। তবুও আমি হার মানবো না। দেখি, তোদের জোর বেশি না আমার। আরিফ তুই প্রস্তুত থাকিস। তোর উচ্চপদস্থ যারা আছে তাদেরকে বলিস।’ এ ঘটনায় থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন ওই ওসি।
এছাড়া গত বছরের ২৯ আগস্ট ও ২১ সেপ্টেম্বরে তিনজনকে গুলি করে হত্যা করে দুর্ধর্ষ সাজ্জাদ বাহিনী। গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। অবশ্য পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন। এরপর থেকে পলাতক ছিলেন তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর