
লালমনিরহাট সদর উপজেলায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার(১৬ মার্চ) সকালে স্থানীয় লোকজন অভিযুক্ত মেহের আলীকে (৫৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। গ্রেফতারকৃত মেহের আলীর বাড়ি গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় গ্রামে। এদিকে জেলার আদিতমারী উপজেলায় ২৬ বছর বয়সি বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে আদিতমারী থানা পুলিশ।
গত শনিবার(১৫ মার্চ) সন্ধ্যায় আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্ত শাহীন ইসলাম উপজেলার সরলখা গ্রামের শওকত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা এলাকার মেহের আলী ওই স্কুলছাত্রীকে একটি তামাক খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বাড়ির লোকজন ও স্থানীয়রা টের পেয়ে মেহের আলীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত মেহের আলীকে গ্রেফতারের সত্যতা ও এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী। এর আগে জেলার আদিতমারী উপজেলার সরলখা এলাকায় গত শনিবার(১৫ মার্চ) সন্ধ্যায় প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ করার সময় হাতেনাতে ধর্ষককে আটক করেন স্থানীয়রা। এ ঘটনায় শনিবার রাতে আদিতমারী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন প্রতিবন্ধী নারীর পরিবার। পরে গ্রেফতারকৃত শাহীনকে আজ (রবিবার) দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে শাহীন নামের একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর