
কুমিল্লায় ১২ মামলার আসামি মো. রাকিবুল হাসান রিয়াদ (২৮) নামের এক যুবককে ৩ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক উপপরিচালক মো. শহিদুল ইসলাম (বিপিএম)।
এর আগে শনিবার রাতে র্যাবের একটি অভিযানে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার আমতলী এলাকায় থেকে ৩ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার মো. রাকিবুল হাসান রিয়াদ কুমিল্লার বালুতুপা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, ছিনতাইসহ ১২টি মামলা রয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-১১-এর উপপরিচালক মো. শহিদুল ইসলাম (বিপিএম) জানান, গ্রেপ্তার রাকিবুল হাসান রিয়াদ দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারি ও সেবনকারীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল। শনিবার দিবাগত রাতে র্যাবের নিয়মিত অভিযানে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর