
মানিকগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) থেকে লাইজু রিমি (৯) নামে এক শিশু চুরি হওয়ার ৩ ঘণ্টা পরে উদ্ধার করে পুলিশ। রবিবার (১৬ মার্চ) সকাল ৮টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশুটি নিখোঁজ হয়। লাইজু রিমি মানিকগঞ্জের শিবালয় উপজেলার দড়ি-কয়ড়া গ্রামের কৃষক কাইয়ুমের মেয়ে। সে কয়ড়া প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।
লাইজুর মা শিল্পী বেগম বলেন, আমার ছোট ছেলে অসুস্থ, সে কারণে ৩দিন ধরে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছেলের পাশে আমি আর আমার মেয়ে লাইজু রয়েছি। আজ সকালে মধ্যবয়সী এক মহিলা বেডের সামনে এসে আমার ও মেয়ের সঙ্গে কথা বলতে বলতে সক্ষ্যতা গড়ে তোলে। পাশের বেডে তার বাবা ভর্তি রয়েছে বলেও মহিলাটি জানান।
সকালে মেয়ের ক্ষুধা লাগায় কলা কেনার জন্য ছেলেকে বেডে রেখে যাইতে পারছিলাম না। ছোট মেয়েও কিনে আনতে পারবেনা। এই নিয়ে মা মেয়ে কথা বলছিলাম। এমন সময় ঐ মহিলা বলেন আমি কিনে এনে দিচ্ছি। তাকে পাঁচশ টাকার একটি নোট দিয়ে কলা আর রুটি কিনে আনার কথা বিল। তখন সে আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বললে আমিও নিয়ে যেতে দেয়। অনেক সময় পার হয়ে গেলেও তারা ফিরে না আসায় আমি পাশের বেডসহ হাসপাতালের বিভিন্ন জায়গাই খোঁজাখুঁজি করি। না পেয়ে আমার মেয়ে চুরি হয়ে গেছে বলে কাঁদতে থাকি। পরে হাসপাতালের কর্তৃপক্ষের লোকজন এগিয়ে এসে আমার কথা শুনে পুলিশকে খবর দেয়।
সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) দেব দুলাল বলেন, ঘটনাটি শুনে তৎক্ষণাৎ হাসপাতালে এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। এরপর বেলা ১১ টায় শহরের কোর্ট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া অজ্ঞাত ব্যক্তিকে খোঁজা হচ্ছে। পরে শিশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, আমরা শিশু লাইজুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং বোরকা পরিহিত মহিলাকে আটকের চেষ্টা চলছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর