
ভোলার চরফ্যাশন খাসমহাল মসজিদের তৃতীয় তলায় মাদ্রাসা পড়ুয়া ৪র্থ শ্রেণির ছাত্র বলাৎকারের মামলার একমাত্র আসামি কারি মো, তালহা(১৯) এবং ঢালচরের গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলার প্রধান আসামি ইসমাইল (২১) কে গ্রেপ্তার করা হয়েছে। বলৎকার ঘটনার ২৪ঘন্টার মধ্যেই কারি মো, তালহাকে চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে এবং ইসমাইলকে চট্রগ্রামের চন্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল রোববার দুপুরে প্রেসব্রিফিং এ ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, গত ১৪ মার্চ, শুক্রবার রাতে স্থানীয় একটি মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র (ভিক্টিম) তারাবি নামাজ পড়ার উদ্দেশ্যে চরফ্যাসন আলীয়া মাদ্রাসা মসজিদে যায়। মসজিদে প্রবেশমুখ থেকে ধর্ষক কারি মো, তালহা শিশুটিকে মোটরসাইকেলে চড়িয়ে ঘুরানোর টোপ দিয়ে সেখান থেকে নিজের মোটরসাইকেলে তুলে নেন। মোটরসাইকেলে তুলে পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরিয়ে দৃষ্টিনন্দন খাসমহাল মসজিদ দেখানোর টোপ দিয়ে খাসমহাল মসজিদের তৃতীয়তলার সিঁড়ির চিলেকোঠায় তুলে নেন এবং সেখানে পায়জামা-পাঞ্জাবী খুলে জোরপূর্বক শিশুকে বলৎকার করে।
শিশুটি যন্ত্রণায় চিৎকার করলে ধর্ষক কারি মো, তালহা তড়িঘড়ি করে নেমে যান এবং মোটরসাইকেল যোগে পালিয়ে যান। ঘটনার পর স্বজনরা ভিক্টিমকে প্রথমে চরফ্যাশন হাসপাতাল এবং পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।তারাবি নামাজ চলাকালে মসজিদের চিলেকোঠায় শিশু ধর্ষণের ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ মসজিদ এবং সড়কের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক কারি মো, তালহাকে গ্রেপ্তার করে। কারি মো, তালহা চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ডের মাওলানা মোস্তাকুর রহমানের ছেলে এবং সে হাজারীগঞ্জ ইউনিয়নের সিদ্দিকের দোকান এলাকার চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের ইমাম।
এদিকে পুলিশ সুপার আরোও জানান, ঢালচরে যুবতীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের এক বছর পর ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর ঘটনাকে কেন্দ্র করে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দায়েরকৃত মামলার প্রধান আসামি ইসমাইল নামের এক তরুনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভোলার দক্ষিণ আইচা থানা পুলিশ গত শনিবার অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেপ্তার করেছেন।
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, ঘটনার পর পরই ভিক্টিম শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে সিসি টিভির ফুটেজ দেখে অভিযুক্ত তালহাকে শনাক্ত করে রাতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর