
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ১৯৭১ সালের মার্চ থেকে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত সকল শহিদদের স্মরণে এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার ও ছাত্রদল নেতা শাহিনের নেতৃত্বে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তুষার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রথম প্রহরেই মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং নিজে নেতৃত্ব দিয়ে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। তার এই সাহসী ভূমিকা বাঙালিকে প্রতিরোধ গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে জাতীয়তাবাদী জনগণ জীবন বাজি রেখে বিজয় ছিনিয়ে এনেছে। একজন সম্মুখ যোদ্ধা হিসেবে তিনি শহিদ জিয়ার আদর্শে উজ্জীবিত থেকে তারেক রহমানের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তুষার অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী ১৯৭১ ও ২০২৪ সালের অর্জনকে বিতর্কিত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সাধারণ ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪-এর চেতনা সমুন্নত রাখতে বাকৃবি ছাত্রদল বদ্ধপরিকর।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর