
নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ বছরের ভিকটিমসহ মামলার পলাতক আসামি সৈয়দ সজীব আলীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার মামলা নং-১৩, ধারা- ৭ ; ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর পলাতক আসামি হলো, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পূর্ব কাতিয়া গ্রামের কাউছার আলীর পুত্র সৈয়দ সজীব আলী (১৯) কে গ্রেফতার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গত ৯ ফেব্রুয়ারি দিনের বেলায় নিজ বাসা থেকে অপহরণ হয়ে যায় কিশোরী লিমা এদিক সেদিক সব জায়গায় খোজাখুজি করে তার কোনো সন্ধান পাওয়া যায় নি।
এদিকে সব জায়গায় খোজাখুজির পর যখন নিজের কিশোরী মেয়ের সন্ধান না পেয়ে গত ১৫ ফেব্রুয়ারি নবীগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন ভুক্তভোগী নিখোঁজ হওয়া লিমার মা, তাৎক্ষণিক নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর সার্বিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় এসআই মো: সুমন মিয়ার নেতৃত্বে এন এস আই সুব্রত কুমার দাশসহ সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন জায়গায় দিন রাত অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর এলাকা থেকে সৈয়দ সজীব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) বলেন, গ্রেফতারকৃত পলাতক আসামি সৈয়দ সজীব আলীকে গ্রেফতার করে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর