
ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজারে গণ ইফতারে হামলায় নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছে শর্শদী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আইনজীবী সহকারী গোলাম সরোয়ার ভূঞা।
গতকাল রবিবার দুপুরের দিকে মোহাম্মদ আলী বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরদিন (রবিবার) স্থানীয় যুবসমাজের উদ্যোগে আমাদের ইফতার মহফিল নিয়ে আমরা প্রস্তুতি সভা করছিলাম। ঠিক সেই সময়ে তারা সেখানে গিয়ে আমাদের উপর হামলা চালালে স্থানীয় লোকজন তা প্রতিহত করেছে। তিনি বলেন, কাজী আফতাবুল ইসলাম হৃদয়, ইমন ও মেহেদীর নেতৃত্বে আমাদের এ এলাকায় ৮/১০ জনের একটি ফ্যাসিবাদের গ্রুপ ছিল। তারা ছাত্রলীগ যুবলীগের সংগঠনের সাথে জড়িত। তারা পরিকল্পিতভাবে মোহাম্মদ আলী বাজারে আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করার জন্য ইফতার পার্টির আয়োজন করছে। মূলত আমি তাদের উপর হামলা করিনি। তাদের সাথে হাতাহাতির সময় আমি আমার লোকগুলোকে সরিয়ে নিয়েছি। তারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে মোহাম্মদ আলী বাজারে শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে বাজার কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বলেন, ছাত্ররা বাজারের সকল দোকানদারকে গণ ইফতারের দাওয়াত দিয়েছে। কিন্তু তারা ঈদগাহে ইফতার করবে সেটি কারো সাথে আলোচনা করেনি। কমিটির সাথেও আলোচনা করেনি।
উল্লেখ্য: স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বাজার কমিটির অনুমতি না নিয়ে শনিবার সন্ধ্যায় মোহাম্মদ আলী ঈদগাহে গণ ইফতারের আয়োজন করায় আয়োজকদের উপর হামলার অভিযোগ উঠে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর