
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাকবিতণ্ডার জেরে মাইক্রোবাস স্ট্যান্ডের শ্রমিক-মালিকদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি আহত হয়েছেন।
রোববার (১৬ মার্চ) রাতে সরাইল-নাসিরনগর সড়কের উচালিয়াপাড়া মোড়ে মাইক্রোবাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, মোহাম্মদ মোয়াজ্জেম, ইরফান খান ও আলিফ মাহমুদ নাহিদ।
আহতরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায় একটি মোটরসাইকেলকে একটি মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা মাইক্রোবাসটির পিছু নিয়ে উচালিয়াপাড়া মাইক্রোবাস স্ট্যান্ডে দেখতে পেয়ে আটক করে। খবর পেয়ে ছাত্র প্রতিনিধিরা সেখানে গিয়ে পুলিশকে খবর দেন। এসময় ছাত্র প্রতিনিধিরা মাইক্রোবাসটিকে আটক করে থানায় নিয়ে যেতে পুলিশকে অনুরোধ করেন।
এ নিয়ে মাইক্রোবাস স্ট্যান্ডের লোকজন ক্ষুব্ধ হয়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এসময় একটি ঢিল পড়ে মাইক্রোবাসের গ্লাস ভেঙ্গে যায়। এতে ক্ষুব্ধ হয়ে মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি হেলালের নেতৃত্বে স্ট্যান্ডের লোকজন লোকজন ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা চালান।
হামলায় অন্তত তিনজন আহত হন। এর মধ্যে ইরফান খানকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর