
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রামের ৪র্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন। দুই আসামি হলেন-চন্দন দাশ ও রাজিব ভট্টাচার্য্য।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন। শুনানির সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, জবানবন্দিতে প্রকাশিত দুই ব্যক্তির নাম-ঠিকানা নিশ্চিত করার জন্য চন্দন দাশ ও রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে সোমবার আসামিদের উপস্থিতিতে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাশ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তাকে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এই ঘটনার প্রতিবাদে ইসকন অনুসারীরা বিক্ষোভকালে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালান।
একই দিন বিকেলে, রঙ্গম কনভেনশন হলের গলিতে ইসকন অনুসারীদের হাতে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম। এই ঘটনায় ২৯ নভেম্বর রাতে কোতোয়ালি থানায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর