
রাজধানীর শাহবাগ এলাকা থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. মহসিন ফকির বরগুনা আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক।
শাহবাগ ডিএমপি থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০-১১ জনের একটি দল ঝরো হয়ে মিছিল দেয়ার সময় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, প্রেসক্লাব এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. মহসিন ফকির। খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর