
দীর্ঘ তাপদাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি হয়েছে। সোমবার (১৭ মার্চ) বেলা দেড়টার দিকে বৃষ্টি শুরু হয়। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। গেল কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে গেছে মৃদু তাপপ্রবাহ।
সেখানে তাপমাত্রা উঠানামা করেছে ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। দুপুরে বৃষ্টি নামায় সূর্যের তাপমাত্রা নিচে নামে । ফলে জনমনে ফিরে আসে স্বস্তি। হঠাৎ বৃষ্টি হওয়ায় রোজাদাররা খুব স্বস্তি অনুভব করে। শহরের কিছু নিচু সড়কে জলাবদ্ধতার চিত্র দেখা গেছে।
কথা হয় শহরে আসা এক পথচারী সালাউদ্দিন মন্ডল বলেন, দুপুরে সামান্য বৃষ্টি হয়েছে। এতে লিচু ও আমের মুকুলের আবরনে যে ধোলা বালি পড়েছিল সেটা পরিষ্কার হয়ে গেল। এতে এ ফসল দুটোর উপকার হবে। সেই সাথে জনমনে স্বস্তি ফিরেছে। গরম তাপমাত্রা নেয়। আবহাওয়া টা খুব ভালো লাগছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, সোমবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস ও বৃষ্টিপাতের পরিমাণ ৮.০ মিলিমিটার।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর