
নড়াইলের কালিয়া উপজেলা হাড়িয়ারঘোপ এলাকায় দোকান ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে।
রোববার (১৬ মার্চ) সকালে ৩২ জনের নাম উল্লেখ করে কালিয়া থানায় মামলাটি করেছেন ভুক্তভোগী হাড়িয়াঘোপ এলাকার সিহাব ফকির।
ভুক্তভোগী ও মামলার এজহার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত গত ১৪ মার্চ কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার ফিরোজ মোল্যা, খায়রুত শেখ এবং আশিকুরের নেতৃত্ব আসামিরা রামদা, ভেলা, সামুরা, লোহার রড, লাঠি নিয়ে আতর্কিতভাবে পার্শ্ববর্তী হাড়িয়ারঘোপ এলাকায় সিহাব ফকিরের মুদি দোকান ও তাঁর চাচা মিজানুর রহমানের বসতবাড়িতে হামলা চালায়।
এসময় আসামিরা দোকান ও বসতবাড়ি থেকে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং ১ লাখ ৬৫ হাজার টাকার মালামাল ভাঙচুর করে। পরে মামলার সাক্ষী ও স্থানীয়রা ঘটনাস্থলে এলে আসামিরা লুট করা মালামাল নিয়ে উল্লাস করতে করতে চলে যায়।
তবে মামলার আসামি পক্ষের লোকজন হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেন, তাদেরকে ফাঁসাতে নিজেরা ভাঙচুর করে মিথ্যা অভিযোগে মামলা দিয়েছেন প্রতিপক্ষরা।
মামলার বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায় নি। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর