
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চট্টলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এক বছরের জন্য গঠিত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সাজিদ হোসেন।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কমিটির তালিকা প্রকাশ করা হয়। নতুন কমিটিতে সহ-সভাপতি পদে মো. শহীদুল্লাহ, কফিল উদ্দীন, সিয়াম শাহরিয়ার ও শুভ দে মনোনীত হয়েছেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌরভ চন্দ্র দে, ফারহানুল ইসলাম, সোমেশ্বর পাল সৌমিক, স্বপ্নীল দাশ গুপ্ত তুর্য, আরাফাতুল উসমান, শাহেদ হোসেন, জিয়াউল হক নাঈম ও আশিকুর রহমান কৌশিক।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন আনোয়ারুল কবির সিফাত, আর যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হিসেবে উম্মে ফাতেমা রেশমী, মো. জুবাইর বিন ফারুক, সৌমি বড়ুয়া ও সায়েম বিন হোসেন দায়িত্ব পেয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে সাদ ওয়াহিদ এবং উপ-কোষাধ্যক্ষ পদে চিন্ময় দেবনাথ ও ইরফান আকবর মনোনীত হয়েছেন।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলফিকার সুলতানুল আমির এবং উপ-দপ্তর সম্পাদক হয়েছেন নুরে জান্নাত নাঈমা। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন পুষণ দেব নাথ এবং উপ-ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. আলমগীর।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইদুর রহমান জিকো এবং তার সহকারী হিসেবে কাজ করবেন সাদিয়া হোসেন এলিজা। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন নূর আয়েশা চৌধুরী এবং উপ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন পূজা দাশ গুপ্তা।
সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আফসান এবং উপ-সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন কারিবুল মওলা। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তাফহিমা হক সূচি, মুনতাহিনা ফাতেমা, ফারিন সুলতানা, মোছা. রেবেকা সুলতানা, শাহাদাত হোসেন ইমন, সায়েদা গালিবা রুহি, লামিয়া সুলতানা ও নাছরিন আক্তার।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর