
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত টাঙ্গাইল- ০৭ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন সুষ্ঠু ভোট, নিরপেক্ষ ভোট মানেই বিএনপি’র বিজয়।
সোমবার (১৭ মার্চ) উপজেলার বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বহুরিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশটাকে আবদ্ধ করে রেখেছিল। তারা মনে করেছিলো তারাই দেশের মালিক। তারা যা বলবে তাই শুনতে হবে। ইচ্ছে করলে যাকে খুশি তাকে পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে যেত, ইচ্ছে হলেই মামলা দিতো। তাদের আমলে যোগ্যতার কোন মূল্য ছিল না, মেধার কোন মূল্য ছিল না।
বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডিগ্রির সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ।
এছাড়া ইফতার মাহফিলে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, কার্যকরী সদস্য আব্দুস ছাত্তার সিকদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফাসহ বিএনপির সহ¯সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর