
খাগড়াছড়ির বিএনপি নেতাকর্মীদের প্রতি হুশিয়ারী দিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপির মধ্যে থেকে যদি কোন নেতাকর্মী এলাকায় অন্যায়, অত্যাচার বা জুলুম- নির্যাতন করে তাহলে আপনারা সরাসরি আমাকে জানাবেন।
আমরা জুলুমকারীর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নিব। বিএনপি জুলুম ও নির্যাতনের রাজনীতি করে না, বিএনপি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে।
সোমবার (১৭ মার্চ) বিকালে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকার মসজিদ সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়াদুদ ভূইয়া বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে হত্যার উদ্দেশ্য অহেতুক মামলা দিয়ে জনশূন্য কারাগারে আটকে রেখেছিল। সেখানে নেত্রীকে ন্যূনতম চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছে। শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার সাথে যেমন জুলুম করেছে ঠিক তেমনি তার নেতাকর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রতি জুলুম- নির্যাতন ও হত্যা করেছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে ভোট প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত করেছে। অন্তবর্তীকালীন সরকারকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে এ অধিকার ফিরিয়ে দিতে হবে।
এ ইফতার মাহফিলে দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে অন্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক ও মেরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বক্তব্য দেন।
এ সময় দীঘিনালা উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আব্দুর রহিম, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা যুবদলের সহ-সভাপতি সোহরাব হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুলল্লাহ আল নোমান সাগর, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী, দীঘিনালা উপজেলা মহিলা দলের সভানেত্রী মোর্শেদা বেগম সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ায় মোনাজাত করা হয়।দোয়ায় মোনাজাত পরিচালনা করেন, দীঘিনালা উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।
এর আগে সোমবার (১৭ মার্চ) বিকেল ৪টায় নিজের ভেরিফায়েড আইডিতে বিএনপির নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, 'প্রিয় খাগড়াছড়ির জনগণের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অনেক শ্রমে-ঘামে ও ত্যাগের বিনিময়ে অর্জিত সুনাম বিএনপির নাম ভাঙিয়ে বা বিএনপির যে কেউ বা যে কোনো নেতাকর্মী যদি কোনো অন্যায়, অনিয়ম, অত্যাচার বা জুলম-নির্যাতন এই জেলার যে কোনো স্থানে করে, সাথে সাথে আপনারা আমাকে বা আমাদেরকে জানাবেন সরাসরি বা মোবাইলে।
তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে শুধু সত্য এবং বস্তুনিষ্ঠ অভিযোগগুলোই জানাবেন। সেই সব জানা মাত্রই আমরা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো। প্রয়োজনে সংবাদ বা তথ্য প্রদানকারীর নাম পরিচয় গোপন রাখা হবে। আপনাদের জন্যে শুভ কামনা।'
প্রসঙ্গত, ৫ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন অভিযোগে প্রায় দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জেলা বিএনপি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর