
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেন (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে নিজ ঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার হোসেন সাটুরিয়া উপজেলার রাইল্লা গ্রামের মৃত. কিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আনোয়ার হোসেনের মা সেতারা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং হার্টের সমস্যায় ভুগছিলেন। মায়ের এই জটিল রোগে ছেলে জমি বিক্রি করে করেছেন চিকিৎসা, কুলোয়নি তাতেও। স্বজন এবং প্রতিবেশীদের কাছ থেকে করেছেন ঋণ তবুও প্রয়োজন টাকার।
এ সকল বিষয় নিয়ে নানা দুশ্চিন্তায় সোমবার দিনগত রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনদের ধারণা।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মার্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর