
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে নদীর তীর ও কৃষি জমির মাটির কাটার দায়ে দুইজনকে মোট আড়াই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম।
সোমবার (১৭ মার্চ) দিনগত রাতে উপজেলা বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া ও উয়ার্শী ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দায়ীদের এই অর্থদণ্ড দেওয়া হয়।
অর্থদণ্ড প্রাপ্তদের মধ্যে রুবেল আলী (২০) নামক একজনকে ২ লাখ টাকা ও নাইম মিয়া (২০) নামক একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর