
খুলনার পাইকগাছায় এক ধর্ম শিক্ষকের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এলাকাবাসি অভিযুক্ত ধর্ম শিক্ষককে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে। উক্ত ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মেয়ের পিতা বাদী হয়ে মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সবুজ জানান, উপজেলা কপিলমুনি ইউনিয়নের কাসিমনগর সরদার পাড়া জামে মসজিদের মসজিদ ভিত্তিক ইসলামি ফাউন্ডেশনের শিক্ষক ও মৃত তফেল উদ্দীনের ছেলে আবুল কাশেম (৫৫) মক্তবে ধর্মশিক্ষা দেন। মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় সকাল ৭ টার দিকে ছাত্র ছাত্রীরা পড়তে যায়। ওই সময় একটি মেয়েকে অন্যান্য মেয়েদের উপস্থিতিতে শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। এক শিক্ষার্থী জানিয়েছেন, আমাদের আপুকে হুজুর আদর করে শরীরের বিভিন্নস্থানে হাত দিচ্ছিলো। আমরা হুজুরকে ছেড়ে দিতে বললে হুজুর আমাদেরকে মারতে আসে। মেয়ের মা জানান, আমার মেয়ে সকালে ধর্মশিক্ষার জন্য মক্তবের পাঠাই। মক্তব থেকে ফিরে মেয়েটি কান্নাকাটি করতে থাকে। আমি তার কান্নাকাটি কথা জানতে চাইলে সে সব কিছু আমাকে খুলে বলে। সে বলে শরীরের বিভিন্ন অঙ্গসহ যৌন নিপীড়ন করেছে হুজুর। তখন তার মা পিতাকে বললে তার পিতাসহ এলাকাবাসী গণধোলাই দিয়ে ধর্ম শিক্ষককে থানা পুলিশের কাছে দেয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, যৌন নিপীড়নে অভিযোগে মেয়ের পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলা নাং ১৮। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর