
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান, তার স্ত্রী ও তিন কন্যার নামে থাকা ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের উপপরিচালক আফরোজ হক খানের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, এসব ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে মোট জমা ছিল ৩৮৬ কোটি । বিভিন্ন সময় উত্তোলন করা হয় ৩৭৯ কোটি টাকা। এ ছাড়াও বর্তমানে ৮ কোটি ৭৬ লাখ টাকা স্থিতি আছে।
এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।
অন্যদিকে, খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর মোহাম্মদপুরের ২ একর জমি, খুলনায় দুটি বাড়ি ও কেসিসি মার্কেটে ১৩০ বর্গফুটের তিনটি দোকানসহ মোট ১৩ বিঘা জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
তাছাড়া, ১৪টি ব্যাংক হিসাবের ৩১ লাখ ৮ হাজার ৮৭৩ টাকা ফ্রিজের আদেশ দেন হাইকোর্ট। বাড়ি, দোকান ও জমির মূল্য ধরা হয়েছে ৭ কোটি ৩২ লাখ ৬ হাজার ৮৭০ টাকা।
রার/সা.এ
সর্বশেষ খবর