
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে শিশু খাদ্য, কাপড় ও কসমেটিকস পণ্য তদারকি করা হয়।
চুয়াডাঙ্গা জেলা শহরের বড় বাজার ও নিউ মার্কেটে অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে শহরের বিএইচবি এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, নিষিদ্ধ কসমেটিকস বিক্রির অভিযোগে মেসার্স সৌখিন স্টোর ও মেসার্স পায়েল কসমেটিকসকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বিএইচবি এন্টারপ্রাইজকে মানসম্মত শিশু খাদ্য ক্রয়-বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, অনুমোদনহীন কসমেটিকস বিক্রি পরিহার, অবৈধ মজুদ না রাখা, মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানের নেতৃত্ব দেন। এতে সহযোগিতা করেন ক্যাবের সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর