
রংপুর হতে বাবার লাশ নিয়ে এ্যাম্বুলেন্সে নীলফামারী ফেরার পথে মন্থনা নামক স্থানে চাকা ব্লাস্ট হয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। এতে ছেলে নুরুজ্জামানসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল চার টার দিকে কিশোরগঞ্জের পুটিমারী ইউপির মন্থনা নামক স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানান- বেলা চারটার দিকে রংপুর থেকে দ্রুত গতিতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নীলফামারীর দিকে যাচ্ছিল। এসময় মন্থনা নামক স্থানে এ্যাম্বুলেন্সটির চাকা ব্লাস্ট হয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গিয়ে পাঁচজন গুরুত্বও আহত হয়। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়- নীলফামারীর ইটাখোলার আজিজার রহমান শ্বাসকষ্ট রোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার লাশ নিয়ে ছেলে নুরুজ্জামান বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ছেলে নুরুজ্জামান, অ্যাম্বুলেন্সের চালক, হেল্পার ও দুই জন আত্মীয়সহ পাঁচজন আহত হয়।
কিশোরগঞ্জ থানার এস আই রিপন জানান- লাশ নিয়ে যাওয়ার সময় চাকা ব্লাস্ট হয়ে খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটেছে। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ীটি উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর