
জেসিআই ঢাকা হেরিটেজের উদ্যোগে শুরু হওয়া "আলোক" প্রকল্পের মাধ্যমে একটি আর্থিকভাবে দুর্বল মাদ্রাসা ও এতিমখানায় সৌরশক্তি ব্যবহার করে টেকসই বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। পরীক্ষামূলকভাবে ১.১ কিলোওয়াট সৌর প্যানেল স্থাপন করা হয়েছে, যা বর্তমানে স্কুলের এক-চতুর্থাংশ অংশ চালিত করছে এবং প্রতি মাসে ৩,০০০-৩,৫০০ টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচ কমাচ্ছে।
এই প্রকল্পের মূল লক্ষ্য শতভাগ নবায়নযোগ্য শক্তির মাধ্যমে মাদ্রাসার পূর্ণ জ্বালানি স্বাধীনতা অর্জন, সাশ্রিত অর্থ ব্যবহার করে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে এই মডেল সম্প্রসারণ করা।
"আলোক" প্রকল্প টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDGs)সাথে সামঞ্জস্যপূর্ণ, বিশেষ করে এসডিজি ১ (দারিদ্র্য বিমোচন), এসডিজি ৮ (অর্থনৈতিক প্রবৃদ্ধি), এবং এসডিজি ১৩ (জলবায়ু কার্যক্রম) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জেসিআই ঢাকা হেরিটেজ শিক্ষা, টেকসই উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং "আলোক" প্রকল্পের মতো উদ্যোগের মাধ্যমে সবুজ, স্বনির্ভর ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর